• Uncategorized

    সোনারগাঁয়ের গরুর খামারে ডাকাতি, ১৫ লক্ষ টাকার গরু উধাও 

      প্রতিনিধি ৭ নভেম্বর ২০২০ , ৪:১৪:১৯ প্রিন্ট সংস্করণ

    সাদ্দাম হোসেন মুন্না- নারায়ণগঞ্জঃ

    নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের রফিকুল ইসলামের একটি গরুর খামারে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।

    জানা গেছে, ৭-৮জনের সংঘবদ্ধ ডাকাত দল সোহরাব নামের নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে ১৫ লাখ টাকা মুল্যের ৯টি  গরু ডাকাতি করে নিয়ে যায়। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিয়ে এ ডাকাতির ঘটনা ঘটে।

    এসময় খামারে স্থাপিত সিসি ক্যামেরাসহ ক্যাবলও কেটে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এস আই পঙ্কজ কান্তি সরকার ও এসআই শাহাদাৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    এ ঘটনায় গরু খামারী রফিকুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান,ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ