• Uncategorized

    সোনাগাজী পেশাজীবি কল্যান সমিতির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত।

      প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২১ , ২:৩৬:২৯ প্রিন্ট সংস্করণ

    সোনাগাজী বাজারের ব্যবসায়ী সহ উপজেলার বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত সংগঠন “সোনাগাজী পেশাজীবি কল্যান সমিতি”র প্রথম সাধারণ সভা ২২শে জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় সোনাগাজী পৌর শহরের কলেজ রোড়স্থ এলিয়েন টাউন চাইনিজ রেষ্টুরেন্টর হলরুমে অনুষ্ঠিত হয়।

    পেশাজীবি সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম সোহাগের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক অধ্যাপক কাউছার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

    এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন – সমিতির উপদেষ্টা এডভোকেট হাসান মাহমুদ মামুন, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল মান্নান, সোনাগাজী মোঃ ছাবের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বাশার, ব্যবসায়ী ও সাংবাদিক এবিএম হিজবুল্যাহ, সমিতির সহসভাপতি পশ্চিম চরছান্দিয়া সপ্রাবি প্রধান শিক্ষিকা গুলশান আক্তার, সোনাগাজী পৌরসভার লাইসেন্স পরিদর্শক ওবায়দুল হক, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা খাতুন, নিউ আল আমিন জুয়েলার্সের সত্ত্বাধিকারী নাছির উদ্দিন, হিমেল ফ্যাশনের সত্ত্বাধিকারী মোঃ শহীদ উল্যাহ, সমিতির কার্যনির্বাহী সদস্য ও আল ফাহিতা ফ্যাশনের সত্ত্বাধিকারী আবদুল্লাহ আল মামুন প্রমূখ।

    অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন – সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ ও মোঃ ইকবাল হোসাইন। সভায় সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সহ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সমিতির সঞ্চয় আদায়, বিনিয়োগের খাত নির্ধারণ, পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধির বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ