প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২১ , ১১:১০:৫২ প্রিন্ট সংস্করণ
সুজানগর পৌরসভার ৯ নং ওয়ার্ডের একক কাউন্সিলর প্রার্থী শাহীন
আসন্ন পাবনা সুজানগর পৌরসভার ৯ নং ওয়ার্ডের একক কাউন্সিলর পদপ্রার্থী রাকিব হাসান শাহীন। ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আব্দুল বারী ও রাকিব হাসান শাহীন সহ ২ জন মনোনয়নপত্র দাখিল করেন। আব্দুল বারী ও রাকিব হাসান শাহিনের মধ্যে সমন্বয় হওয়াতে আব্দুল বারী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে আজ ১৪ জানুয়ারি ২০২১ ইং তারিখে সকালে উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে আব্দুল বারী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।একক কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে রাকিব হাসান শাহীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। রাকিব হাসান শাহীন জানান,একক প্রার্থী হিসেবে আমার ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অংশ সংগঠনের নেতৃবৃন্দ সহ জনসাধারণের দোয়া ও আশির্বাদ কামনা করছি। উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।