প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৪ , ৯:০৮:৪৫ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান-পাবনা:
সুজানগরের শোলাকুড়া গ্রামে তিন নারীকে পিটিয়ে আহত করা ও চাঁদাবাজির শিরোনামে কয়েকটি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা হাটখালী ইউনিয়নের শোলাকুড়া বাজারে এলাকাবাসির ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, আব্দুল হানিফ, রবিউল মোল্লা, আব্দুল হালিম, আব্দুর রাজ্জাক, বাছেদ শেখ, জিয়াউর রহমান, খোকন প্রমুখ।
বক্তরা বলেন, এই এলাকার একটি পারিবারিক দ্বন্দ্বের কারণেই ওই তিন নারী আহত হয়েছিলো। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এলাকার চিহ্নিত রেন্টু খন্দকারের নেতৃত্বে কিছু দুষ্কৃতকারী আহতদের হাসপাতালে ভর্তি করেন এবং এলাকায় অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্যই সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে, যা মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন।