• রাজশাহী বিভাগ

    সুজানগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

      প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২২ , ১০:৪১:২৩ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শ্রীপুরে ড. জয়নুল আবেদীন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিদ্যালয়ে ছাত্রীদের জন্য একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। এরপর ‘আমাদের সুজানগর’ এর পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট প্রদান এবং ভাষা আন্দোলনের উপর কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি সুজানগর তথা পাবনার কৃতি সন্তান কৃষি বিজ্ঞানী ড. মোহাম্মদ জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, হাটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ খান, বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী, গল্পকার শফিক নহোর ও আমাদের সুজানগর এর সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী মো. আলতাব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ