প্রতিনিধি ৫ জুন ২০২৩ , ৬:২১:০৯ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান, পাবনা:
“প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা প্রশাসনের আয়োজনে,বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে পরিবেশ দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, মৎস্য কর্মকর্তা নুর কাজমীর জামান খান। আরো বক্তব্য দেন, পাবনা প্রতিশ্রুতির প্রজেন্ট ম্যানেজান শামসুর রহমান প্রমুখ।