প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২০ , ৫:০৪:৫১ প্রিন্ট সংস্করণ
শেখ রেজাউল করিম রুবেলঃ
পাবনা: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আওয়ামী লীগ কার্যালয়ে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও একাধিকবার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, দপ্তর সম্পাদক আজিজুল হক আরজু,উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, সদস্য মাহমুদুজ্জামান মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম ও সিদ্দিকুর রহমান।