• Uncategorized

    সুজানগরে পৌর নির্বাচনে নৌকার আনন্দ মিছিল ও পথসভা

      প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২১ , ৪:৫০:৩১ প্রিন্ট সংস্করণ

    সুজানগরে পৌর নির্বাচনে নৌকার আনন্দ মিছিল ও পথসভা পাবনার সুজানগর পৌরসভার আসন্ন নির্বাচনে শুক্রবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিস কর্তৃক নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ায় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য রেজাউল করিম রেজার এক বিশাল আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (১৫ই জানুয়ারী) বিকালে হাজার হাজার পৌরবাসীর অংশ গ্রহণে পৌর ভবন চত্বর থেকে বের হওয়া ঐ মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর ভবন চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন ও মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রেজা।

    পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুজ্জামান মানিক, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বিল্টু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা ছাত্র লীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্র লীগের সভাপতি এসএম সোহাগ ও এনএ কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।বক্তারা পৌরবাসীর উদ্দ্যেশে বলেন নৌকা দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক, নৌকা এদেশের আপামর জনগণের ভাগ্যন্নোয়নের প্রতীক।

    সুতরাং পৌরসভার উন্নয়ন ও নাগরিকসেবা ত্বরান্বিত করার পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৩০শে জানুয়ারীর ঐ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম রেজার নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করা ছাড়া কোন বিকল্প নেই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ