• অর্থনীতি

    সুজানগরে জাতীয় সমবায় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা

      প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৩ , ৩:১২:১৩ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    “সমবায় ই শক্তি, সমবায় ই মুক্তি” ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” শীর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা, পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে, শনিবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ও হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন।

    উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন বিদ্যুৎ। এ সময় আরো বক্তব্য দেন,বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সাত্তার। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহে আলম, অধ্যক্ষ নাদের আলী, অধ্যাপক আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুছ আলী বাদশা সহ সমবায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ