প্রতিনিধি ১ মার্চ ২০২১ , ৮:৫৭:০১ প্রিন্ট সংস্করণ
সুজানগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত-৫
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত-৫। রোববার সকাল ১১ ঘটিকায় এই ঘটনা ঘটেছে পাবনার সুজানগর উপজেলার নাজির গঞ্জ ইউনিয়নের কামার হাট গ্রামে। প্রতিপক্ষের হামলায় কামার হাট গ্রামের আবুল বেপারীর ছেলে রবিন (১৬), ইলাহি বেপারীর ছেলে (অবসরপ্রাপ্ত) সেনাবাহিনীর সদস্য ইউসুফ আলী বেপারী (৫০) গুরুত্ব আহত হয়ে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।ওহেদ বেপারীর ছেলে সোহেল (২৫), আবুল বেপারীর ছেলে রুবেল (২৫), সোহেলের স্ত্রী শিলা খাতুন (২১) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায় একই গ্রামের খোকন বেপারীর ছেলে বিশু বেপারী, খোকন বেপারীর ছেলে মমিন বেপারী,মনির উদ্দিন বেপারীর ছেলে জাহান, নজরুল সহ সংঘবদ্ধ দল মিলে হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ করেছে।এ ঘটনায় সুজানগর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।