প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২০ , ১২:১৪:৪৬ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান-পাবনা:
পাবনার সুজানগরে ফার্মেসীর অন্তরালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল ডাঃ আব্দুল মতিন (৪৫) নামক এক ব্যাক্তি।
এলাকাবাসী জানান উপজেলার হাটখালী ইউনিয়নের স্বাগতা বাজারে রোগমুক্তি নিরাময় কেন্দ্রের মালিক ও শোলাকিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল মতিন ঔষধের অন্তরালে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা বিক্রি ও সেবন করে আসছে, প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পায়নি, তার নেতৃত্বে এলাকায় বিভিন্ন ধরণের অসামাজিক কার্যকলাপ চলে আসছিল।
এ ব্যাপারে সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম জানান আব্দুল মতিন কে ৫ পিচ ইয়াবা সহ আটক করে কামাল পুর পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম। আব্দুল মতিন কে মাদক মামলায় পাবনা কারাগারে প্রেরণ করা হয়েছে।