প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৭:০২:২১ প্রিন্ট সংস্করণ
এম মনিরুজ্জামান-পাবনা:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা”স্লোগানে পাবনার সুজানগর উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়,পাবনা এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সুজানগর পাবনার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা মৎস্য অফিসার নূর কাজমীর জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ,সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, বাংলাদেশ মসজিদ মিশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম, সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক জাফরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব, আলাউদ্দিন,ডাঃ সাইফুল্লাহ, গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে এম মনিরুজ্জামান, মঞ্জু,বকুল, রফিকুল ইসলাম তুষার,ছাত্র প্রতিনিধি দীপ মাহমুদ, শেখ রাফি, তাসফিয়া, আশিক, মানিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন ।মানববন্ধন পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের সভাপতিত্বে ও সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ অতিথি ছিলেন সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন,ছাত্র প্রতিনিধি তাসফিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, দুর্নীতি কমিয়ে আনতে সবাইকে স্ব-স্ব স্থানে থেকে সচেতন হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নিজের বিবেককে জাগ্রত করে পরিবার থেকে শুদ্ধাচার কৌশলের চর্চা করতে হবে। দূর্নীতির কারণে বৈষম্যের সৃষ্টি হয়। পরিবার থেকে দূর্নীতি বিরোধী শপথ নিতে হবে- নিজে দূর্নীতি করবো না, অপরকে দূর্নীতি করতে দেব না। তাহলে দূর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। এবং পারিবারিক ও প্রাতিষ্ঠানিক ভাবে ছোট থেকে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া ও দুর্নীতিকে না বলতে শেখানোর কথা তুলে ধরেন আলোচনা সভায় বক্তারা।