• Uncategorized

  সুজানগরের সাগরকান্দির শ্যামসুন্দরপুরে বসতঘর সহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত গবাদি পশু

    প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২১ , ৬:১২:২০ প্রিন্ট সংস্করণ

  এম মনিরুজ্জামান,পাবনা:

  পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ সংলগ্ন জালাল উদ্দিন (গেদা) সেখের বাড়িতে গত রাত অনুমানিক ১:৩০ ঘটিকায় ভয়াবহ এক অগ্নিকান্ডে একটি ঘর ও একটি গরুর ঘর সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। জালাল উদ্দিন (গেদা) সেখের ছোট ছেলে মিঠু জানান তারাবির নামাজ শেষ করে সবাই যার যার ঘরে গভির ঘুমে অচেতন, হঠাৎ করে উঠে দেখি দাউ দাউ করে আগুন জ¦লছে, চিৎকার চেচামেচি করলে এলাবাসী জরো হয়ে, আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। খবর পেয়ে বিশিষ্ঠ সমাজ সেবক মোল্লা মোহাম্মাদ আলী হৃদয় ঘটনাস্থলে জান এবং সহযোগীতার হাত বাড়ীয়ে দেওয়ার আসশাস জানান, তিনি বলেন গরীব ও অসহয় মানুষের পাশে ছিলাম আছি এবং আগামীতেও থাকব।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ