প্রতিনিধি ৫ অক্টোবর ২০২০ , ৮:০৭:৪০ প্রিন্ট সংস্করণ
“সুখের লাগিয়া”
লেখকঃ শিহাব আহম্মেদ
সুখ!ওরে সুখ! তুমি আসলে কী জিনিস?
কেউ তোমায় খুঁজে সুন্দরী নারীর মাঝে!
কেউবা তোমায় খুঁজে অট্টালিকা প্রাসাদে
আবার কেউ তোমায় খুঁজে রাজনীতি মঞ্চে!
সুখ! ওরে সুখ! তুমি আসলে কোথায় থাক?
নগন্য মধ্যবিত্ত সুখ খুঁজে দুমুঠো ভাত খেতে!
দু’বাহু বাড়িয়ে সুখ খুঁজে তিন বেলা বাঁচতে,
আহা ! বিধাতা যত বিপদ মধ্যবিত্তের ঘরেতে!
সুখ! ওরে সুখ!তুমি আসলে কী জিনিস?
কিছু মানুষের স্বাধীনতা গিলছো সস্তা দামে,
কিছু মানুষের মুখে তালা লাগিয়ে তুমি হাস!
কিছু মানুষের চোখে পানি দিয়ে সুখে ভাস।
সুখ! ওরে সুখ! তুমি আসলে বলো কার?
কেউ তোমায় খুঁজে প্রধানমন্ত্রীর পদ পেতে
কেউ তোমায় খুঁজে টাকার পাহাড় গড়তে,
কেউ তোমায় খুঁজে আল্লাহর গোলাম হতে।
সুখ! ওরে সুখ! তুমি আসলে কী জিনিস?
কেউ তোমায় খুঁজে প্রকৃতির রাজপ্রাসাদে,
কেউ তোমায় খুঁজে বস্তির অলিতেগলিতে,
আবার কেউ তোমায় খুঁজে শুকরিয়াতে।
সুখ! ওরে সুখ! তুমি আসলে বলো কার?
কেউ তোমায় দেখায় পেশিবহুল শক্তিতে,
কেউ তোমায় দেখায় রাজশক্তির বিচারে,
কেউ তোমায় দেখায় অন্যায়ভাবে হত্যায়।