• Uncategorized

  সিলেট সদরে হাটখোলা তালামীয কর্তৃক রামাদ্বানের সাহরী ও ইফতারের সময়সূচী প্রকাশনা অনুষ্টান

    প্রতিনিধি ১২ এপ্রিল ২০২১ , ৫:৩০:৪৮ প্রিন্ট সংস্করণ

  ফারুক আহমদ-সিলেট প্রতিনিধি:

  বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বানের ইফতার ও সময়সূচী প্রকাশনা অনুষ্টান সংক্ষিপ্ত পরিসরে অনুস্টিত হয়েছে।রবিবার ১১ এপ্রিল সকাল ১০ ঘটিকায় স্থানীয় ইউনিয়নের রাজারগাঁও দাখিল মাদরাসায় এ সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশনা অনুষ্টান সম্পন্ন হয়েছে।
  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট সদর উপজেলার সভাপতি মাওলানা নুরুল হক।

  বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ হাটখোলা ইউনিয়ন’র সভাপতি মাওলানা শেহাবুল হকের সভাপতিত্বে ইউনিয়ন তালামীয’র সভাপতি সাদিক আহমদের পরিচালনায় সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা তালামিযের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কুতুব আল ফরহাদ,সিলেট সদর (পূর্ব) উপজেলার সাধারন সম্পাদক হাফিজ কাওছার আহমদ, খানকায়ে লতিফিয়া ২নং হাটখোলা ইউ/পি শাখার সভাপতি হাফিজ গিয়াস উদ্দিন।

  শাখার সিনিয়র সহ-সভাপতি মাহবুব আহমদ এর স্বাগত বক্তব্য ও হাবিবুর রহমানের হামদ পরিবেশনায় শুরু হওয়া অনুষ্টানে এসময় আরো উপস্থিত ছিলেন রাজারগাঁও দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা হাবিব আহমদ, মাওলানা নজমুল হুদা জিয়া, হাফিজ রুহুল আমিন, মাওলানা মুজিবুর রহমান, শাখার সহ-প্রচার সম্পাদক ইয়াছিন আলী অর্থ সম্পাদক এহসানুল হক তালহা, প্রশিক্ষন সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য ছরওয়ার জাহান আবিদসহ প্রমুখ।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ