প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ১২:০৭:০২ প্রিন্ট সংস্করণ
সিলেটে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ১২ জন যুবক যুবতী গ্রেফতার অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্হায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় হোটেল সোনালী থেকে ৬ জন যুবক ও ৬ যুবতী মোট ১২ জন যুবক যুবতিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বুধবার ২০ জানুয়ারী রাত ৮টার দিকে সোনালী হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী (পিপিএম-বার) এর নেতৃত্বে অভিযানে ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মাদ ইয়াছিন এবং বন্দরবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ।