প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২১ , ২:২০:০৪ প্রিন্ট সংস্করণ
আজ ২২ফেব্রুয়ারি(সোমবার) সকাল ১১ ঘটিকার সময় শুরু হওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলীতে দুরুদ শরীফের উপর রচিত কিতাব দালাইলু্ল খায়রাত শরীফের সনদ প্রদান মাহফিল সম্পন্ন হয়।।
ফুলতলী ছাহেব বাড়ির বর্তমান পীর আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব ক্বিবলা ফুলতলীর সাভাপতিত্বে ও মাওলানা নজমুল হুদা খান-এর সঞ্চালনায় শুরু হওয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন – রাসূল (সা)-এর ৩৯ তম বংশধর,সৌদি আরবের পবিত্র মদিনা মুনাওয়ারার প্রখ্যাত বুজুর্গ, সাইয়্যিদ আল হাবিব আসীম আদী বিন ইয়াহয়া। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাহফিলে বক্তব্য রাখেন। তারঁ আরবী বক্তব্যের অনুবাদ করে উপস্থাপন করেন, আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ)- এর সুযোগ্য নাতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী সাহান।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, আরব আমিরাতের সাবেক বিচারপতি,আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রহ)-এর অন্যতম খলিফা, শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান। দৈনিক জাতীয় ইনকিলাব পত্রিকার নির্বাহী সম্পাদক মাওলানা কবি রুহুল আমিন খান।গন মানুষের সংগঠন বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ্ ‘র মুহতারাম সভাপতি আল্লামা হুছাম উদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ্’র মহা সচিব মাওলানা এ কে এম মনোহর আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন -বাদে দেওরাইল ফুলতলী কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী। মাওলানা গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী। ঢাকা দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর আ খ ম আবু বকর সিদ্দিক, সিলেটের সৎপুর কামিল (এম.এ) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ।
মাহফিলে উপস্থিত ছিলেন – সৎপুর কামিল(এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ নুমান,বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী,ইকড়ছই কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দীনসহ প্রমুখ।।
উল্লেখ্য, ফুলতলী ছিলছিলার তরীকতের দুরূদ শরীফের ওজিফা পবিত্র দালাইলু্ল খায়রাত শরীফের সনদ বিতরণ মাহফিল সকাল ১১টা হতে শুরু হয়ে বিকাল ৪ঘঠিকা পর্যন্ত চলে। এই মাহফিলে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ৩৩৬১ জন প্রতিনিধি সনদ গ্রহন করেন। সনদ প্রদান করেন ফুলতলীর বর্তমান পীর সাহেব আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী। যিনি বড় সাহেব ক্বিবলা নামে অধিক পরিচিত। এই মাহফিলে অনেক মহিলা গনকে ও সনদ প্রদান করা হয়। মহিলাদের পক্ষে পুরুষ প্রতিনিধি গন সনদ গ্রহন করেন। বড় সাহেব ক্বিবলার আখেরি মুনাজাত ও
সকলের মধ্যে শিরণী বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়।।