প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২১ , ১:৪৮:৪২ প্রিন্ট সংস্করণ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাড়িঘর আগুনে পুড়ে ছাই প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সোমবার ৮ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২টায় উপজেলার রশুনিয়া ইউনিয়ন এর খিল্লাপাড়া গ্রামে হালিম শেখর বাড়ির ২ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র সহ সবাই পুড়ে চাই হয়ে যায়।
ভুক্তভোগী হালিম শেখ এর ছোট ছেলে নজরুল শেখ জানান আমার মা রান্না করে রেখে ঘাটে গেলে কিছুক্ষনের মধ্যে রান্না ঘরের পাটখরির বেড়ায় আগুন লাগে। সেই আগুন কিছুক্ষনে মধ্যে আমাদের বসতঘরে লেগে সব পুড়ে ছাই হয়ে যায়। পরে আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করে এতে আমাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
রশুনিয়া ৪নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর শেখ জানান সকালের পাকের ঘরের ছাই ঘরের পাশে ফেললে ঐ ছাইয়ের আগুন থেকেই বসত ঘরে আগুন লেগে যায়। এই আগুনে পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।