• Uncategorized

    সিরাজগঞ্জে ১৫০০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

      প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২০ , ৫:৪৯:০০ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহাদত হোসেন-সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জ  সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০০ পিচ ইয়াবা সহ  ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

    আটককৃতরা হলো, সদর উপজেলার ভাটপিয়ারী পশ্চিমপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে রুবেল হোসেন ও ব্রাক্ষ্মন বয়রা গ্রামের দুলাল মন্ডলের ছেলে মাসুদ রানা।

    সদর থানার এএসআই ইবনে জুবায়ের জানান, বৃহস্পতিবার রাতে খোকশাবাড়ী ইউনিয়নের তালুকদার মোড়ে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে উদ্ধারকৃত আলামত ও আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ