• আইন ও আদালত

    সিরাজগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতায়ের সাথে জড়িত থাকা ৪ জন ডাকাতকে গ্রেফতার

      প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২২ , ৪:১৩:৫৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিট-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সিরাজগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতায়ের সাথে জড়িত থাকা ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দ শাখা (ডিবি) পুলিশ। গত কয়েক দিনে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত ব্যক্তিদের গাজীপুর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ২টি গুলির খোসা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে।

    গ্রেফতারকৃতরা হল- জেলার উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা ভাগলগাছি গ্রামের মোজেদ আলী আকন্দ ওরফে মাজম আলী ছেলে সুজন মিয়া ওরফে সোহেল (২৮), একই উপজেলার রামকান্তপুর গ্রামের মোঃ ওসমান প্রাং এর ছেলে মো. আ. করিম (২৮), একই গ্রামের মৃত খালেক মন্ডলের ছেলে মো. আ. মালেক (২৭), মৃত ছাইদার প্রাং এর ছেলে মোঃ আশরাফুল প্রাং (৩৫)। বুধবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বিষয়টি জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ