• Uncategorized

    সিরাজগঞ্জে করোনা জয় বীর পুলিশ সদস্যদের সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠিত। 

      প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ১২:৩৭:২৬ প্রিন্ট সংস্করণ

     

     

    মোঃ শাহাদত হোসেন-সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    ” বঙ্গবন্ধুর মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”- এ স্লোগানকে ধারণ করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে করোনায় জয়ী বীর পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    সোমবার (১৪ সেপ্টেম্বর)  সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের আয়োজনে,  পুলিশ লাইন্সের শহীদ মুক্তিযোদ্ধা  আলাউদ্দিন ড্রিলসেডে উক্ত অনুষ্ঠানে, করোনা জয়ীর পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম সহ সিরাজগঞ্জ জেলায় কর্মরত ৯৮ জন করোনা জয়ী পুলিশ সদস্যদের উপস্থিতিতে ফুলেল সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়  ।

    সংবর্ধনা অনুষ্ঠানে, জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বক্তব্যে  বলেন, কর্মজীবীর পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে করোনা মহামারীকে প্রতিরোধ করতে নিজেদের অগ্রনী ভূমিকা পালন করেছে।

    তেমনি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলো। এজন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশদেরকে মর্যাদায় সমাসীন করেছে।  তেমনি জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা জয়ী বীর পুলিশদেরকেও সম্মানিত করেছেন। আগামীতে জননিরাপত্তায় পুলিশ যেন আরো দায়িত্বশীল অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

    সে জন্য সকলকে কাজ করার আহ্বান জানান।  পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম  আরো বলেন, “পুলিশই জনতা জনতাই পুলিশ” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে প্রথম সিরাজগঞ্জে আইনি সহায়তা আগতদের আপ্যায়নের মাধ্যমে  ঘনিষ্ঠ সম্পর্ক তৈরীর  উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা ভবিষ্যৎ  দেশের প্রতিটি থানায় এরকম উদ্যোগ গ্রহণ করলে, জনগণ বেশি আরো বেশি পুলিশি সহায়তা ও সহমর্মিতা  হাত বাড়িয়ে দেবে।

    করোনা মহামারী প্রতিরোধে এ্যান্টিবডি তৈরিতে প্লাজমা প্রদানে সকল পুলিশ সদস্যকে উৎসাহ প্রদান করেন।

    এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার( শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী ও মোহাম্মদ শরাফত ইসলাম প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ