প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২০ , ৪:১৯:০৫ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহাদত হোসেন-সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মডেল থানা পুলিশ এক মামলায় নিজের ২ ভাইসহ ৪জনকে গ্রেফতার করে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ আদালতে চালান দিয়েছে।
মডেল থানা সূত্রে জানা গেছে,উল্লেখ্য গত ৬ সেপ্টেম্বর সকালে গোপিনাথপুর এলাকায় মারপিটের ঘটনা ঘটে। শ্রীবাড়ী গ্রামের সুলতান মিয়ার ছেলে মোঃ আজাদ এই মারপিটের ঘটনাটি নিয়ে উল্লাপাড়া মডেল থানায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
এ মামলাটি তদন্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আসামিদের নিজ নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।আসামিরা হলো উপজেলার হাড়িভাঙ্গা দিয়ারপাড়া গ্রামের নবাব আলীর ছেলে মোঃ নাছির (৩৩), মোঃ শরিফ (২০), রোস্তম আলীর ছেলে নজরুল ইসলাম (৫৮) ও গোপিনাথপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী জোসনা খাতুন (৪৫)। মামলার বাকি আসামীদের গ্রেফতারের জোরালো তৎপরতা চালানো হচ্ছে।