প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫২:৫৭ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহাদত হোসেন- সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা উত্তর পাড়া গ্রামে এক যুবকের গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় আমডাঙ্গা উত্তর পাড়া গ্রামের মৃত চান্দু সরকারের ছেলে আরমানের (৩০) লাশ নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্বজনেরা। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে-ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে প্রেরণ করেন ।
নিহত আরমান জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন দাবী করেন পরিবার ও এলাকাবাসী।এ বিষয়ে নিয়মিত মামলা হবে বলে জানিয়েছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মতর্তা (ওসি) জেড জেড তাইজুল হুদা।