প্রতিনিধি ১৭ আগস্ট ২০২০ , ১:২১:৪৮ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহাদত হোসেন-সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকাসহ শাহ আলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার বায়ড়া গ্রামের তোফাজ্জল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে উঠানের এককোণ থেকে সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির নগদ বিশ হাজার একশ টাকা ও ওজন দেয়ার পাল্লা-পাথরসহ শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।