• Uncategorized

    সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু। 

      প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২০ , ৪:০০:৩১ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহাদত হোসেন-সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

    সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ রবিবার (২৯নভেম্বর) সকালে ট্রাক চাপায় সোহান (৪) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত সোহন ভাটপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে।

    জানা যায়, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার-জামিরতা গ্রামে আজ রবিবার সকাল সারে আটটায় রাস্তা পার হওয়ার সময় হাবিব এন্টার প্রাইজের একটি ট্রাক যাহার নাম্বার রংপুর -ড, ১১০১০৭ শিশু সোহানকে ধাক্কা দেয়। সোহান মাটিতে লুটিয়ে পরলে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা কমপ্লেক্সে নেওয়ার পথে সোহান মারা য়ায়।

    উত্তেজিত জনতা ট্রাকসহ ড্রাইভারকে আটক করে রাখে, আটককৃতরা ড্রাইভার জেলহক হোসেন, হেলপার ইমরান হোসেন ও আলামিন হোসেন। খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক এসই রুবেল সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

    এস আই রুবেল জানান, আমরা আটককৃত গাড়ির ড্রাইভার হেলপার ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে যাবো এবং শিশু সোহানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে  পাঠানোর নির্দেশনা রয়েছে ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ