• দুর্ঘটনা

    সিরাজগঞ্জের তাড়াশে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী নিহত

      প্রতিনিধি ৬ মার্চ ২০২৩ , ১:১৯:৩৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে আজ সোমবার সকালে দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছে।

    সিরাজগঞ্জের তাড়াশে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মান্নাননগরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন—নাটোর সিটি কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন, সুজন ও সিয়াম। তাদের বাড়ি সিরাজগঞ্জে।

    তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম বলেন, ‘সকালে সিরাজগঞ্জের বেলকুচি থেকে একটি মোটরসাইকেলে করে তিন শিক্ষার্থী নাটোরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি মান্নাননগর এলাকায় পৌঁছলে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। খবর পেয়ে তাড়াশ ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।’

    হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, ‘শিক্ষার্থীদের মরদেহ থানায় আনা হয়েছে। তারা নাটোর সিটি কলেজের শিক্ষার্থী। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ