প্রতিনিধি ২২ আগস্ট ২০২০ , ৩:১০:৩৭ প্রিন্ট সংস্করণ
মোঃশাহাদত হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের খোকশাবাড়িতে ব্যাক্তিগত উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার-(২২আগষ্ট-২০২০) সকালে ক্রসবার -২ এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন,খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
আয়োজকরা জানান, খোকশাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক মো: আব্দুল লতিফ ভূঁইয়া ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেনের যৌথ উদ্যোগে খোকশাবাড়ি সাড়ে চারশ বন্যার্ত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় স্থানীয় সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার ও আওয়ামীলীগ সব সময়ই অসহায়দের পাশে থেকেছে এবং থাকবে। পাশাপাশি দেশের বিত্তবানদের বন্যার্তদের পাশে দাড়ানোরও আহবান জানান তিনি।