• Uncategorized

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  দু’পক্ষের সংঘর্ষ আহত ৮

      প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২০ , ৫:৫১:১৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহাদত হোসেন-সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব গোলযোগের জের ধরে গয়হাট্টা হাটে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন কম-বেশি আহত হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার হাট চলাকালে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকারের দলের সঙ্গে মারুফ তালুকদারের দলের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষ লাঠি, রামদা, হাতুড়ি ব্যবহার করে।

    আহতরা হলো-মুসা (৪২), মুসলি (৩২), রতন (১৮), ওমর (১৬), সামিউল (১৪), সোহান (১২), মজনু (৫৫)। আহতরা সিরাজগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানানো হয়। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, উভয় দলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও গোষ্ঠীগত বিবাদ চলে আসছে। এর রেশ ধরে সংঘর্ষ হয়।

    উভয়পক্ষ উল্লাপাড়া মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার জানান, তার ভাবমূর্তি নষ্ট করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ