• Uncategorized

    সিদ্ধিরগঞ্জ থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত 

      প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২০ , ৩:৫৬:৪৯ প্রিন্ট সংস্করণ

     

     

    মোহাম্মদ সাদ্দাম হোসেন মুন্না-স্টাফ রিপোর্টারঃ

    সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে  সমাজসেবক, সূধী সমাজ, শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন পেশার মানুষের  উপস্থিতিতে ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

    আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুকের সভাপতিত্বে ‘ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম-বার,পুলিশ সুপার নারায়ণগঞ্জ।

    সভাপতিত্বের বক্তব্যে ওসি কামরুল ফারুক বলেন, ‘ মাদকের শুরু মানেই স্বপ্নের মৃত্যু, একটি জঙ্গির জন্ম মানেই একটি জাতির মৃত্যু তাই আসুন আমরা সবাই মিলে মাদক এবং জঙ্গির বিরুদ্ধে রুখে দাড়াই’।

    ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসপি জায়েদুল আলম বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ। আমি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেই নি দিবোও না। মাদককে নির্মূল করতে হলে আমাদেরকে পারিবারিক ভাবে সোচ্চার হতে হবে। সিদ্ধিরগঞ্জে কোনো মাদক,ভূমি দস্যু ও সন্ত্রাসীদের স্থান হবে না। সে যে দলেরই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

    জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশ ও জনগণের ভূমিকা, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক বিরোধী আলোচনা করা হয়। সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহবান জানান এসপি জায়েদুল।

    এসময় উপস্থিত সাধারণ মানুষের কাছে সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের কি রকম ভূমিকা নেয়া উচিত সে সম্পর্কে মতামত শোনেন এসপি।

    উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক ( তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াসিন মিয়া,প্রচার সম্পাদক তাজিম বাবু, নসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, নাসিক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলা, নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, থানা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু প্রমূখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ