প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২০ , ২:৪৯:৩৫ প্রিন্ট সংস্করণ
সাদ্দাম হোসেন মুন্না স্টাফ রিপোর্টারঃ
সিদ্ধিরগঞ্জে দুই মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম ইব্রাহীমকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) বিকালে গ্রেফতারকৃত শিক্ষককে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার শামসুল হকের ছেলে।এর আগে ২৮ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাদ্রাসা ছাত্র দু’জন মাদ্রাসার হোস্টেলে থেকে লেখাপড়া করতো। সেই সুবাদে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গত ১৮ সেপ্টেম্বর বাদীর ছেলেকে তার রুমে ডেকে নিয়ে বলাৎকার করে। একইভাবে সে তিন মাস পূর্বে আরও এক ছাত্রকে বলাৎকার করে। ভয়ে ওই সময় সেই ছাত্র কাউকে কিছু বলে নাই।এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি