প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২০ , ৫:৫০:২৩ প্রিন্ট সংস্করণ
মোঃ সাদ্দাম হোসেন মুন্নাঃ স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসে আক্রান্ত নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ‘মমতাময়ী মা’ উপাধি পাওয়া নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে অয়ন ওসমান ও প্রয়াত সাংসদ মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমানসহ পরিবারের সকল সদস্যের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীগের অস্থায়ী কার্যালয়ে থানা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান বিএসসি’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, থানা স্বেচ্ছাসেবকলীগ হাজী জহিরুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা বেগম, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মোঃ ফারুক, স্বেচ্ছাসেবকলীগ আহমেদ আব্দুল আজিজ, শাহজালাল, আরজু খান, মহিউদ্দিন,সোহাগ মৃধা, সাইফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ প্রমূখ।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে অয়ন ওসমান ও প্রয়াত সাংসদ মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমানসহ ওসমান পরিবারের কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।