• দুর্ঘটনা

    সিংড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু

      প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ৮:৫৯:১৯ প্রিন্ট সংস্করণ

    মোস্তফা প্রামানিক-নাটোর জেলা প্রতিনিধিঃ

    শনিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের শাঐল বুদারবাজার গ্রামের শাহ্পাড়া এ ঘটনা ঘটে।
    নিহত সাদিয়া (৭) ও খাদিজা (৬) সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। সাদিয়া ঐ গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও খাদিজা ঢাকা গাবতলীর ইমরান আলীর মেয়ে।

    স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে কোনো একসময় বাড়ির পাশের পুকুরের গোসল করার জন্য পুকুর নামলে পড়ে যায় দুই শিশু। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে ১টার দিকে দুজনের মরদেহ পানিতে ডুবে থাকা অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ