• Uncategorized

  সাহারা খাতুন অার নেই শোক প্রকাশ করেন দৈনিক অালোকিত ৭১ সংবাদ পরিবার 

    প্রতিনিধি ৯ জুলাই ২০২০ , ৬:৫৯:৪৭ প্রিন্ট সংস্করণ

  অামিরুল ইসলাম-খুলনা জেলা প্রতিনিধিঃ

  সাবেক স্বরাষ্ট্র,ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী,সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সচিব  এ্যাড:সাহারা খাতুন আজ শুক্রবার থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন!!!

  মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৭ বছর(প্রায়)

  ব্যাংকক স্থানীয় সময় রাত ১২টা ২৬ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিট) বামুনগ্রাদ হাসপাতালে অ্যাডভোকেট সাহারা খাতুন ইন্তেকাল করেন।

  জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এখানে তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

  এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেয়া হয়।

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ