প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ৯:২৩:৩৬ প্রিন্ট সংস্করণ
শরিফা বেগম শিউলী-রংপুর প্রতিনিধিঃ
সাড়া আসছে গহীনপুরে,আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি গন্ধা গ্রামের সাথে। অনেকেই হয়তো এর নামই শোনেননি। এই গ্রামটি হবিগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চল।
আগামী ১৬ থেকে ২২ শে অক্টোবর প্রতিদিন সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনলাইনে এই গ্রামের নারী সমাজের জন্য ভার্চুয়াল চিকিৎসা সেবা সপ্তাহ প্রথমবারের মতো চালু করতে যাচ্ছে সাড়া টেলিমেডিসিন।
সপ্তাহব্যাপী এই আয়োজনে আপনাদের সাথে থাকবেন, সাড়া টেলিমেডিসিন পরিবারের সম্মানিত অ্যাডভাইজার মন্ডলীর সদস্য,
ডা: হ্যাপি হকএমবিবিএস, এমফিল;ক্যান্সার বিশেষজ্ঞ। আর,আয়োজনে গহীনপুর।
সাড়া টেলিমেডিসিনের হট লাইন নাম্বারটি (০৯৬১২৩০০৯০০) আপনার মোবাইলে সেভ করে রাখতে অনুরোধ করেছেন সাড়া ভার্চুয়াল চিকিৎসা সেবা পরিবার।