• Uncategorized

  সাউদাম্পটনে ৪ উইকেটে জয় পেয়েছে উইন্ডিজ

    প্রতিনিধি ১২ জুলাই ২০২০ , ৫:৩০:৩২ প্রিন্ট সংস্করণ

  মোঃ আমিরুল ইসলাম পিয়াল-খুলনা জেলা প্রতিনিধিঃ

  সাউদাম্পটনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেয়েছে উইন্ডিজ।

  ম্যান অব দ্যা ম্যাচ শ্যানন গ্যাব্রিয়েল এ জয়ের মাধ্যমে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।

  টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশরা, প্রথম ইনিংসের হোলডার জাদুতে ২০৪ রানে থামে ইংল্যান্ড!!!

  উইন্ডিজ তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩১৮ রান,, ফলে ১১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংলিশরা!

  ২য় ইনিংসে ইংলিশদের সংগ্রহ ৩১৩ রান ফলে ২০০ রানের লক্ষ্যে ২য় ইনিংস শুরু করে উইন্ডিজ, ৫ম দিনে ৬৪.৪ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় উইন্ডিজ।

  সিরিজের পরবর্তী ম্যাচ আগামী ১৬ জুলাই ২০২০ ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে!!!!

  স্কোরঃ ইংল্যান্ড – ২০৪, ৩১৩

  উইন্ডিজ  – ৩১৮, ২০০/৬ (৬৪.২ ওভার)

  আরও খবর

                     

  জনপ্রিয় সংবাদ