প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২০ , ৯:১৬:০৮ প্রিন্ট সংস্করণ
গনমাধ্যম নিউজ ডেক্সঃ
সাংবাদিক মোঃ আবেদ আহমেদের জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংবাদিক শিহাব অাহম্মেদ
মোঃ আবেদ আহমেদ জন্মদিনে আজ ।এ দিনটি উপলক্ষে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু-বান্ধব ও সহকর্মীরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
১লা ডিসেম্বর ১৯৯০ সালের অাজকের এই দিনে শ্রীমঙ্গল উপজেলায় ২ নং ভূনবী ইউনিয়নের মাধবপাশা সাতগাঁও মুসলিম পরিবারে জম্ম গ্রহন করেন। মোঃ আবেদ আহমেদ কে ক্ষুদেবার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান অনেকেই।
এ সময় তার দীর্ঘায়ু কামনা করেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তার ছবিসহ তাকে জম্মদিনের শুভেচ্ছা জানান।জম্মদিনে ফুলের শুভেচ্ছা সিক্ত হন তিনি।
জন্মদিন উপলক্ষে কথা হয় দৈনিক অালোকিত ৭১ সংবাদ পত্রিকারর সম্পাদক ও প্রকাশক মোঃ শিহাব অাহম্মেদ এর সাথে মোঃ আবেদ অাহমেদ এর। তিনি জানান,সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চান। মোঃ আবেদ আহমেদ সবার দোয়া কামনা করেন।