প্রতিনিধি ১৩ জুন ২০২৩ , ১২:০৫:৩২ প্রিন্ট সংস্করণ
শামীম আহমেদ সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তন। সোমবার বিকেলে ৪টায় উপজেলা চত্বরে সাঁথিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বার্হী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে কৃষি মেলা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. জামাল উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সঞ্জীব কুমার গোস্বামী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা আ,লীগ সভাপতি হাসান আলী, সাঁথিয়া পেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব মাষ্টারসহ সুধীজন। পরে প্রধান অতিথি মেলায় সৃষ্ট কৃষক রওশন আলম (প্রথম), মারুফ হোসেন (দ্বিতীয়) ও নজরুল ইসলাম(তৃতীয়)এর হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য গত ১০তারিখ থেকে ১২ জুন পর্যন্ত ৩দিন ব্যাপী এ মেলায় জামজমকভাবে ২৬টি স্টল বসেছিল।