• আইন ও আদালত

    সহকারি স্কুল শিক্ষকের উপর অনাকাংখিত ভাবে সন্ত্রাসী হামলা

      প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৪ , ১২:২৫:৩৪ প্রিন্ট সংস্করণ

    নিজেস্ব প্রতিবেদন:

    নওগাঁর ধামইরহাট থানার খেলনা ইউনিয়নের খেলনা দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ফরহাদ হোসেন সন্ত্রাসী হামলার সিকার হয়েছেন। ফরহাদ হোসেন পত্নী তলা থানার গুপিনগর গ্রামের অধিবাসী। প্রায় দীঘ ১৫ বচ্ছর যাবত শিক্ষকতা করতেছেন খেলনা দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ে, অদ্য ১২/০৮/২০২৪ ইং স্কুল ছুটির পর অনুমানিক বিকেল ৪: ৪০ মি: এর দিকে কুটইল বাজার হয়ে গুপিনগর যাওয়ার পথে ৪/৫ জন দূবৃত্ত ঐ শিক্ষকে রাস্তায় থামিয়ে বেধরক এলোপাথাড়ি মার ধোর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নজিপুর হাসপাতালে ভর্তি করেন।ফরহাদ হোসেনের ডান হাত ভেঙ্গে যাওয়ায় এবং দুই পা বাজে ভাবে জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর উদ্দেশ্য রহনা করা হয়। পরে ফরহাদ হোসেনের মুখ থেকে জানা যায় সন্ত্রাসীরা দীঘ কয়েক দিন যাবত তাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে। স্থানীয় দের কাছ থেকে জানা গিয়েছে সন্ত্রাসীরা ফরহাদ হোসেনের বাটন মুঠোফোন সহ বাইকের চাবি সঙ্গে নিয়ে গিয়েছে। কে এই সন্ত্রাসী হামলাকারী ফরহাদ হোসেনের কাছ থেকে জানতে চাইলে নিতি বলেন তিনি তাদের কাউকেই চিনেন না, ফরহাদ হোসেন কোন রাজনৈতিক কাঠামোর সঙ্গে যুক্তনা, না আছে কোন পারিবারিক দন্ধ তাহলে কেনো হলো তার উপর হামলা?খেলনা দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী সহ সম্মানিত শিক্ষক বিন্দু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবং অতি দূত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তারা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ