• Uncategorized

    সলঙ্গায় ব্যবসায়ীকে হত্যা করে ট্রাক ছিনতাই নিহত ১

      প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ১:৫৬:২৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ শাহাদত হোসেন-সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের সলঙ্গায় এক পিয়াজ ব্যবসায়ীকে হত্যার পর পিয়াজ বোঝাই ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার  সকালে পাবনা মহাসড়ক হয়তে পাটধারী গ্রামের হাইওয়ে রোডের পূর্ব পাশে ঘাসের ভিতর  থেকে  এক পিয়াজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    পুলিশ জানায়, নাটোর জেলার ঠাকুর লঙ্গিপুর গ্রামের তমিজ আলীর সরকারের ছেলে  নুর মোহাম্মদ  (৩৮) ট্রাকযোগে পিয়াজ নিয়ে সোমবার  রাতে নাটোর যাচ্ছিলেন। পথিমধ্যে ওই ট্রাকেই দুই ব‍্যবসায়ীকে হাত পা ও মুখ বেধে মারধোর করে হাটিকুমরুল হাইওয়ে রোডের পাশে ফলে রেখে যায়।

    তাকেসহ তার এক সহযোগিকে আহত করে দুর্বৃত্তরা। একপর্যায়ে তারা পিয়াজ ব্যবসায়ী নুর মোহাম্মদকে হত্যা করে সলঙ্গা থানার পাটধারী গ্রামের হাইওয়ে রোডের পাশে লাশ ফেলে দিয়ে পিঁয়াজসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়।

    মঙ্গলবার  সকালে স্থানীয় জনগন লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

    সলঙ্গা থানার এসআই সোহাগ হোসেন  জানান, কারা নুর মোহাম্মদ  সরকারকে হত্যা করেছে তা জানা যায়নি। নুর মোহাম্মদ  ও তার সহযোগীর পিঁয়াজসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়  থানায় হত্যা মামলা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ