প্রতিনিধি ১ মার্চ ২০২১ , ৩:২৯:১৭ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নবগঠিত সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(১ মার্চ) সকাল ১১টায় উপজেলার প্রধান প্রধান সড়কে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার এর নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিলে কয়েক শত নেতা-কর্মী অংশগ্রহন করেন। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব মোঃ আক্তার হোসেন ও সরাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন ছোটন। “ব্রাহ্মণবাড়িয়া জেলার আহবায়ক মোঃ জিল্লুর রহমান কর্তৃক আওয়ামী এজেন্ট বাস্তবায়নে বিএনপি থেকে বহিস্কৃত নেতাদের দিয়ে তৈরী সরাইল উপজেলা বিএনপির অবৈধ পকেট কমিটি মানি না, মানব না” লিখিত ব্যানার নিয়ে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেন। সমাবেশ চলাকালে সমাবেশের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা চালান পুলিশ। নবগঠিত সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য জহির উদ্দিন আহমেদ,
সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ রকিব উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মোঃ মশিউর রহমান মাস্টার, সরাইল উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, সরাইল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূইঁয়া, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বিএনপি নেতা আলহাজ্ব আক্তার হোসেন নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, আপনারা শান্তিপূর্ণভাবে যতদিন প্রয়োজন আন্দোলন চালিয়ে যাবেন। আপনাদের রাজপথের আন্দোলনের বিষয়াবলী আমি কেন্দ্রে প্রেরণ করতে প্রস্তুত আছি। সমাবেশে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার নেতা-কর্মীদের রাজপথে থাকার আহবান জানিয়ে বক্তব্যে বলেন, যতদিন তপু ও আনিছ ঠাকুর এর অবৈধ কমিটি বাতিল না হয় তত দিন আমরা রাজপথে থাকব ইনশাল্লাহ। উল্লেখ্য বিএনপি নেতা আনিছুল ইসলাম ঠাকুরকে আহবায়ক ও বিএনপি নেতা এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুকে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট সরাইল উপজেলা বিএনপির আহবায়ক কমিটি শুক্রবার(২৬ফেব্রুয়ারী) অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক মোঃ জিল্লুর রহমান।
উক্ত কমিটির অন্যান্য সম্মানিত সদস্যগণ হলেন এডভোকেট আব্দুর রহমান, আনোয়ার হোসেন মাস্টার, আক্তার হোসেন, আশরাফুল করিম রিপন, মাইনুল হাসান তুষার, মোঃ জহির উদ্দিন, দুলাল মাহমুদ আলী, আবুল কাশেম, আবু তাহের, শরীফ উল্লাহ মৃধা, মোঃ আফজাল হোসেন, সাদেকুর রহমান রঞ্জন, এম কামাল, আতাহার হোসেন মৃধা বকুল, মোঃ এনামুল হক লোকমান, কাজল মিয়া, মোঃ মশিউর রহমান মাস্টার, মোঃ আব্দুল হাফিজ মাখন, রফিকুল ইসলাম মানিক, মোঃ তাহমিন উদ্দিন, শহিদুল ইসলাম শিপন, মোঃ জাকারিয়া, মোঃ ফারুক হোসেন, এডভোকেট সোহেল রানা খাদিম, এডভোকেট সামসুল হক, মাজহারুল ইসলাম, মোঃ কামাল হোসেন, এনামুল হক ও আল আমিন কাউসার।