প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২১ , ৪:৫১:১৬ প্রিন্ট সংস্করণ
সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত সরস্বতী পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।আজ মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, সবাইকে সুশিক্ষা অর্জন করে প্রকৃত মানুষ হতে হবে। নিঃস্বার্থভাবে করতে হবে মানব সেবা। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের আমলে প্রত্যেক ধর্মের মানুষ নিরাপত্তার সাথে উৎসাহ উদ্দিপনার নিজেদের ধর্মানুষ্ঠান পালন করছেন। আর এসব অনুষ্ঠানের উৎসবগুলো সবাই মিলে মিশে উপভোগ করেন।
সরস্বতী পূজামন্ডপ পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আব্দুল মতিন, উপজেলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন, জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, মারুফ আহমদ, কয়েছ আহমদ প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।