প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২১ , ৪:৪৪:৩২ প্রিন্ট সংস্করণ
সমাজকল্যাণ প্রবাসী পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা ও শীতবস্ত্র বিতরন সম্পন্ন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সমাজকল্যাণ প্রবাসী পরিষদের উদ্যোগে উপজেলার ছয়টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ৬ শতাধিক শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ ও নগদ অর্থ সহায়তা করা হয়েছে।বৃহস্পতিবার ৭ জানুয়ারী দুপুরে স্হানীয় উপজেলা পরিষদ চত্তরে অসহায় গরীবদের মধ্যে নগদ অর্থ সহায়তা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কোম্পানীগন্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া।
কোম্পানীগঞ্জ সমাজ কল্যাণ প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক সালেহ আহমদ এবং শ্যামল সিলেট প্রতিনিধি আকবর রেদওয়ান মনার যৌথ পরিচালনায় নগদ অর্থ সহায়তা ও শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন স্হানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শামীম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন স্হানীয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো: আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-২ এর সাবেক পরিচালক সামসুজ্জামান দুলন, রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি মো: শামীম আজাদ, তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: কমর উদ্দিন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এম. হাবিবুল্লাহ জাবেদ, ইউপি সদস্য মাসুক মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রিয়াজুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য দেলোয়ার মাহমুদ রিপন, যুবনেতা আনোয়ার শাহান, কোম্পানীগঞ্জ সমাজ কল্যাণ প্রবাসী পরিষদের সহ সভাপতি রফিক তালুকদার ও আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মানিক, সহ সাধারণ সম্পাদক রইছ মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আলী হোসেন, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো: ফখর উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ ও নুরুল মুত্তাকিনসহ প্রমুখ।