• Uncategorized

    সবাইকে কাঁদিয়ে চলে গেলেন সুজানগরের ব্যাবসায়ী কুতুব উদ্দিন : দাফন সম্পন্ন 

      প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২১ , ৯:৫৪:১০ প্রিন্ট সংস্করণ

    একান্ত নিজের মধ্যে কষ্ট ও ক্ষোভ লুকিয়ে রেখে পৃথিবীর সকল মায়া ত্যাগ করে, পরিবার পরিজন,আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব,কাছের প্রিয় মানুষ দের ছেড়ে অভিমানে চলে গেলেন, না ফেরার দেশে। কুতুব উদ্দিন ছিলেন একজন সফল ব্যবসায়ী, তার ব্যবসা জীবনে তিনি ছিলেন মিষ্টিভাষী,সদাহাস্যজ্জ্বল, সদালাপী মানুষ। পাবনার সুজানগর পৌর শহরের প্রাণকেন্দ্রে সুনাম ধন্য  ব্যাবসায়ী এবং মৌসুমী বস্ত্র বিতানের প্রোপাইটর ও চর ভবানীপুর গ্রামের মরহুম হাজী নিজাম উদ্দিন (নিজাম সাহেবের) ছেলে কুতুব উদ্দিন (৪৫)। শুক্রবার বাদ জুম্মা তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ইন্তেকাল করেন। মৃত কালে তিনি মা,স্ত্রী,২ মেয়ে,১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ আজ শনিবার সকাল ১১ টায় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরী গোরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের জানাজা নামাজে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তার জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পাবনা ইসলামীয়া কলেজের অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের রোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল বিশ্বাস, কুতুব উদ্দিনের ভাই প্রফেসর কে এম হেসাব উদ্দিন, মাওঃ রফিকুল ইসলাম। জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, প্রচার সম্পাদক ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী শেখ, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, জেলা সৈনিক দলের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব ফজলুর রহমান। এছাড়াও আওয়ামী লীগ, বিএনপি’র অংগ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় ব্যবসায়ী ও মরহুমের সহকর্মীরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ