প্রতিনিধি ১৬ আগস্ট ২০২০ , ২:৪৬:০২ প্রিন্ট সংস্করণ
নাহিদ সুমন -জীবননগর চুয়াডাঙ্গাঃ
বিস্ফোরক অধিদপ্তরের সনদ ছাড়াই চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় অবাদে বিক্রয় হচ্ছে এল পি গ্যাস সিলিন্ডার। আইন কানুন না মেনেই শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে ঝুঁকি পূর্ণ এ জ্বালানির ব্যবসা চলছে অহরহ। এ সব দোকানে নেই কোন অগ্নি নির্বাপক যন্ত্র। বড় কোন দূর্ঘটনা ঘটলে নেই কোন প্রতিকার ব্যবস্থা। দামুড়হুদা উপজেলা সদর, কুড়ুলগাছি, দর্শনা, লোকনাথ পুর, কার্পাসডাঙ্গা সহ প্রায় শতাধিক ব্যবসায়ী অন্য ব্যবসার সাথে অবৈধ ভাবে এল পি গ্যাস বিক্রয় করছেন।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন বলেন, যত্রতত্র এ ভাবে গ্যাস সিলিন্ডার বিক্রয় করা যাবেনা। কয়েকটি দোকানে জরিমানাও করেন। এ সময় তাদেরকে মৌখিকভাবে সর্তক করেন।