• Uncategorized

    শ্রীনগরে যৌতুক ও বাল্যবিবাহ দূরীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২১ , ৪:১৭:২৪ প্রিন্ট সংস্করণ

    শ্রীনগরে যৌতুক ও বাল্যবিবাহ দূরীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    শ্রীনগরে নারীর প্রতি সকল সহিংসতা রোধ, যৌতুক ও বাল্যবিবাহ দূরীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার তন্তর ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

    শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, শ্রীনগর থানার অপারেশন ওসি সফর আলী, তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা ইউডিএফ অফিসার খোরশিদা প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস।

    এ সময় আরো উপস্থিত ছিলেন তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক দুলাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লন্ঠু, ইউপি সদস্য কুদ্দুস শেখ, ইউপি সচিব সোহেল রানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, স্থানীয় কাজী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ