প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২১ , ১:৫৯:৩০ প্রিন্ট সংস্করণ
শ্রীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মৎস্য সংরক্ষন ও সুরক্ষা আইনে ১৯৫০ এর ৪ ধারায় ২ জনকে ৬ হাজার টাকা আর্থিক জরিমানা ও ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ভাগ্যকূল ইউনিয়নে পদ্মা নদীর অংশে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার। অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ২জনের কাছ থেকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেন এবং ৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলরন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব সমীর কুমার বসাক, RAB-11 এর অধিনায়ক জনাব প্রনব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম প্রমুখ।