প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২১ , ৪:৩৯:২১ প্রিন্ট সংস্করণ
শ্রীনগরে নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাব কমিটির সৌজন্য সাক্ষাত
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সাথে উপজেলা প্রেসক্লাবের নব কমিটির সৌজন্য সাক্ষাত করা হয়েছে।
বুধবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করা হয়।
সাক্ষাতকালে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা বস্তুনিষ্ট লেখার মাধ্যমে এলাকার সকল অনিয়ম তুলে ধরবেন এ আশাবাদ ব্যক্ত করে কমিটির সকলের শুভ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার ওসি অপারেশন সফর আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মোয়াজ্জেম, সাধারণ সম্পাদক জাকির লস্কর, সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন, সিনিঃ সহ- সভাপতি আনোয়ার হোসেন, সহ- সভাপতি সুমন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম,এ কাইয়ুম মাইজভান্ডারী, দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আসলাম প্রমুখ।