প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২০ , ৬:১৬:৪৫ প্রিন্ট সংস্করণ
মো.জাকারিয়া খান জাহিদ,শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর (১) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক করোনায় আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার কন্যা ডাঃ শারমিন রহমান অমি।
শারমিন জানান, করোনা পজিটিভ হলেও তার শারীরিক অবস্থা অনেকটা ভালো আছেন।তিনি আরও জানান, তবে তার পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য ২৬ সেপ্টেম্বর(শনিবার) বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া হবে। ডাঃ শারমিন রহমান অমি শেরপুর বাসীর কাছে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য হুইপ আতিক শেরপুর -১ আসন থেকে নির্বাচিত হওয়ার পর তার সততার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর পর দুইবার তাকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করেন।