প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২০ , ১:২৭:৩৫ প্রিন্ট সংস্করণ
মো.জাকারিয়া খান জাহিদ,শেরপুর জেলা প্রতিনিধিঃ
“আলোয় আলোয় আলোকিত হোক শেরপুর শহর” শ্লোগানকে সামনে রেখে শেরপুর পৌর এলাকায় সড়কবাতির স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে পৌরসভার অডিটরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল।
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ(সেক্টর)প্রকল্প(ইউজিআইআইপি-০৩)এর অর্থায়নে প্রাথমিকভাবে ৩০৪২টি এলইডি সড়কবাতি স্থাপন করা হবে বলে নিশ্চিত করেন পৌর কৃর্তপক্ষ। বর্তমানের ১২ ওয়াটের এনার্জি বাল্বের পরিবর্তে ৬০ ওয়াটের এলইডি সড়কবাতি স্থাপন করা হবে বলে স্থাপন কাজের উদ্বোধনের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় জানানো হয়।
শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আতিউর রহমান মিতুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ প্রমুখ। এছাড়াও এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।