প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২০ , ১০:৪৭:৩০ প্রিন্ট সংস্করণ
মো:জাকারিয়া খান জাহিদ-শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলায় প্রথম বারের মতো জাদুঘর উদ্বোধন করা হয়েছে। শেরপুর পৌরসভার উদ্যোগে ঐতিহ্যবাহী চারু ভবনে এ জাদুঘর স্থাপন করা হয়।জাদুঘর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।
২৫ই নভেম্বর (বুধবার) পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হীরু, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল প্রমুখ।
হুইপ আতিক বলেন, আমাদের জেলা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার লক্ষ নিয়ে এ জাদুঘর প্রতিষ্ঠা করায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।
শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন জানান, আমরা শেরপুরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে আমরা শেরপুর জেলায় প্রথমবারের মতো জাদুঘর প্রতিষ্ঠা করলাম।